স্বপ্লমূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি গরীব মানুষ, বিক্রি চালু রাখার দাবি

0
400

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ও মশ্বিমনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে টিসিবির তেল, ডাল ও চিনি পেয়ে খুব খুশি সাধারণ গরীব মানুষ।
ঝাঁপা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা তোহামী ইসলাম সোহাগ জানিয়েছেন- ঝাঁপা ইউনিয়নে ১ হাজার ২৪৯ এবং মশ্বিমনগর ইউনিয়নে ১ হাজার ৪০৩ পরিবারের মধ্যে এসব পণ্য বিক্রি করা হয়।
চলতি বছরের মার্চ মাস থেকে যশোরের মণিরামপুর উপজেলা ব্যাপী ৪০৫ টাকা মূল্যে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ২ কেজি ডালের প্যাকেজ বিক্রি করছে টিসিবি। বর্তমান বাজারে একটি প্যাকেজের এসব পণ্যের মূল্য প্রায় ৭০০ টাকা।
বর্তমান বাজারে আকাশ ছোঁয়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। সাধারণ গরীব মানুষ চাহিদা মতো কিনতে পারছে জিনিসপত্র। ঠিক এসময় স্বপ্লমূল্যে এসব নিত্য পণ্য কিনতে পেরে খুশি নিম্ন আয়ের গরীব মানুষ।
মঙ্গলবার (১৮ অক্টোবর-২০২২) সকালে ঝাঁপা ইউনিয়ন পরিষদে স্বপ্লমূল্যের টিসিবির এসব পণ্য নিতে আসা কার্ডধারী কয়েকজন মহিলা দৈনিক যশোরকে জানান- ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে টিসিবির তেল, ডাল ও চিনি সহ অন্যান্য পণ্য বিক্রি চালু রাখার দাবি জানান। কার্ডধারীরা বলেন- আমরা কমদামে তেল, ডাল ও চিনি কিনতে পেরে খুব খুশি। সরকারের এই মহতি উদ্যোগ চালু থাকলে অন্তত গরীব মানুষ কিছু স্বস্তি পাবে।
ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের মনোয়ারা বেগম এ প্রতিনিধিকে জানান- তার পরিবারে চারজন সদস্য। আমি কমদামে এসব জিনিসপত্র কিনতে পেরে খুব খুশি। আমার খুব উপকার হচ্ছে।
মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন- মশ্বিমনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির এসব পণ্য বিক্রি করা হচ্ছে। এসব পণ্য কিনতে পেরে মানুষ খুব উপকৃত হচ্ছেন। সরকারের এই উদ্যোগকে আমি স্বাগতম জানায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছেন। সরকারের এই সহতি উদ্যোগ চালু রাখা প্রয়োজন।
ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুল হক মন্টু বলেন- ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল ও ১ কেজি চিনি ৪০৫ টাকায় কিনতে পারছেন। বাজারমূল্য থেকে প্রায় ২৫০ টাকা কম। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here