ব্রেন টিউমারে আক্রান্ত সুমাইয়া বাঁচতে চাই

0
226

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি ॥ সুমাইয়ার স্বপ্ন লেখাপড়া করে অনেক বড় হবে।দরিদ্র পিতা মাতার মুখে হাসি ফুঁটাবে সে।কিন্তু তার সেই স্বপ্ন কেড়ে নিতে বসেছে ব্রেন টিউমার।সুমাইয়া যশোর সদর উপজেলার চুড়ামনকাটির সাজিয়ালী কোলনীপাড়ার জুলফিকার আলীর মেয়ে।সে যশোর সি টি বি এমসি কলেজ থেকে এইচ এসসি পরিক্ষার্থী।মেয়েকে বাঁচাতে বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় পিতামাতা।
সুমাইয়ার পিতা জুলফিকার আলী জানান,গত কয়েক বছর ধরে তার মেয়েটি অসুস্থ।সম্প্রতি কয়েকটি পরিক্ষা নিরিক্ষা করে চিকিৎসকরা জানান সুমাইয়ার ব্রেন টিউমার হয়েছে।এছাড়াও সুমাইয়ার মুখেও একটি টিউমার হয়েছে।যা খুবই ভয়ংকার।চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত ভারতে নিয়ে চিকিৎসা করলে সুমাইয়ার সুস্থ হবেন।
চিকিৎসকদের ভাষ্যমতে,সুমাইয়ার চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় হবে।যা দিনমুজুর পিতা মাতার পক্ষে যোগাড় করা সম্ভব হচ্ছে না।মেয়েকে বাঁচাতে তিনি সকলের সহযোগীতা চেয়েছেন।সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ নাম্বার-০১৭২০-৫৭৯৫৭৮ ও ০১৭৬৪-২৮৪৪৯৭।এছাড়াও সরাসরি তার নিজ গ্রাম যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী কলোনীপাড়ার বাড়িতে এসে করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here