মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ মহেশপুরে ভোক্তা অধিকার সংরণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, কৃষি কর্মকর্তা হাসান আলী,মহেশপুর প্রেসকাবের সভাপতি আব্দুর রহমান, সাধারন সম্পাদক শেখ এনামুল হক দুলু, বনিক সমিতির সভাপতি ফশিয়ার রহমান,সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজন প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারী কর্মকর্তা,শিক,রাজনৈতিক ও হোটেল ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে উপজেলার বিভিন্ন দোকানে নির্ধারিত মূল্যে পন্য বিক্রি নিশ্চিত করা, মেয়াদ উর্ত্তীন, ভেজাল ও স্বাস্থ্যের জন্য তিকর এমন কোন পন্য যাতে বাজারে বিক্রি না হয় এবং পরিমাপে কারচুপি ঠেকানো বিষয়ে আলোচনার পাশাপাশি হোটেল রেস্তোরা গুলিতে যেন পরিস্কার পরিচ্ছন্নতা বজায় থাকে সে ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপকে নির্দেশ দেয়া হয়।















