কালীগঞ্জে ৩ হাজার ড্রাগন ফলের গাছ কেটে সাবাড়

0
180

স্টাফ রিপোর্টার কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে নুর আলী মন্ডল নামে এক কৃষকের প্রায় ৩ হাজার ড্রাগন ফলের গাছ রাতের আঁধারে কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চাঁচড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক নূর আলী মন্ডল কালীগঞ্জ পৌরসভার শিবনগর গ্রামের সামছদ্দিন মন্ডলের ছেলে।
কৃষক নূর আলী মন্ডল জানান, তিনি ৫ বিঘা জমিতে প্রায় ১২০০ খুটিতে প্রায় ৫ হাজার ড্রাগন ফলের গাছ চারা রোপণ করেছিলেন। গত এক বছর ধরে তিনি সেগুলো পরিচর্যা করেন। এখন ফল ধরার সময় এসেছে। গত এক বছরে প্রায় ২০ লক্ষ টাকা খরচ করেছেন। শুক্রবার সকালে জমিতে এসে দেখতে পান তার ড্রাগন গাচ কেটে দেওয়া হয়েছে। রাতের আঁধারে ৭০০ খুটির প্রায় ৩ হাজার গাছ কেটে দেওয়া হয়েছে। এতে তার প্রায় ৮/৯ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, তিন বিঘা জমি নিজের ও ২ বিঘা জমি লীজ নেওয়া। ধারদেনা করে তিনি ড্রাগন ফলের চাষ শুরু করেছিলেন। তিনি দোষীদের শাস্তি দাবি করেন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনা থানায় কেউ লিখিত অভিযোগ করেন নি। অভিযোগ পেলে অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here