বাজার ভরা আগাম শীতের সবজি, বিক্রি হচ্ছে চড়া দামে

0
186

সিরাজুল ইসলাম, ঝাঁপা প্রতিনিধি : শীত ঘরের দুয়ারে। ইতোমধ্যেই শীতের বাহারি সব সবজি উঠতে শুরু করেছে বাজারে। রাজগঞ্জসহ ঝাঁপা বাজারে মিলছে আগাম শীতকালীন নানা ধরনের সবজি। শুধু তাই নয়, বাজারে এসব সবজি মিললেও তা বিক্রি হচ্ছে বেশ চড়া দামেই।
খুচরা বিক্রেতাদের অভিযোগ পাইকারি বাজারেই দাম চড়া। তাই বাধ্য হয়েই ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। আগাম শীতকালীন সকল প্রকার সবজির দাম চড়া। পাইকারি ব্যবসায়ীরা বলছেন- আমদানি কম থাকায় সবজির দাম বেশি।
রাজগঞ্জসহ ঝাঁপা কাঁচা বাজার ঘুরে জানা গেছে- অন্যান্য সময়ের থেকে এখন সকল সবজির দাম প্রতিকেজিতে ১০ টাকা থেকে ১৫ টাকা বেশি দরে বিক্রি করছে বিক্রেতারা।
দেখা গেছে- বাজারে শীতকালিন সবজির মধ্যে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, গাজর, বরবটি, শিম, মূলা, বেগুন, করলা, ঢেঁড়স, কাঁচা পেঁপে, চিচিঙ্গা, ঝিংগা, কাঁকরোল, পটল, লাউ, লালশাক, মুলাশাক, পালং শাক, কুমড়া শাক, লাউ শাক, পুঁইশাকসহ আরো কতপ্রকারের সবজি বিক্রি হচ্ছে।
এদিকে- মাছ বাজারে, চাহিদার তুলনাল মাছ কম থাকায় মাছের দাম বাড়তি।
ক্রেতারা বাড়তি দাম নেওয়ার অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন- বাজারে নতুন সবজি এলে শুরুর দিকে দাম একটু বেশি থাকে।
এছাড়াও বিভিন্ন সবজির আমদানি কম থাকার কারণেও দাম একটু বেশি। তবে কিছুদিন পর এসকল সবজির দাম সাধারণ ক্রেতার নাগালেই থাকবে।
মনির নামের একজন ক্রেতা বলেন- যেহেতু হালকা হালকা শীত পড়তে শুরু করেছে তাই এখন বাসায় সবার শীতের সবজি খেতে পছন্দ করবে। কিন্তু বাজারে এসে দেখছি শীতের সবজিগুলোর বেশ চড়া দাম। যা আমাদের মত নিম্নআয়ের পরিবারগুলোর পক্ষে ক্রয় করা একদম নাগালের বাইরে।
তারা আরো বলেন- প্রতিদিনই বাজারে আসছে শীতের নানা ধরনের সবজি। শীতের আগাম এই সবজির সরবরাহ বাড়লেও বাজারে এর দাম চড়া। সরবরাহ থাকলেও নানা অজুহাতে সবজির দাম বাড়িয়ে দেয়া হচ্ছে। পাইকারি বাজারে দাম কিছুটা সহনীয় হলেও খুচড়া বাজারে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে শীতের এই আগাম সবজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here