বেনাপোল স্থলবন্দরে অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বন্দর

0
233

যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বন্দরের ৩২ নম্বর পণ্যাগারের অফিস কক্ষে আগুন লাগে।
ফায়ার সার্ভিস কর্মীদের দুটি ইউনিট আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনায় বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে বন্দর।
ধারনা করা হচ্ছে বন্দরের ৩২নম্বর কেমিকেল পণ্যগারের অফিস কক্ষের বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন লাগে।পরে আগুন অফিস কক্ষ থেকে ছড়িয়ে পড়ে পন্যগারে। তবে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায় মালামাল।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও বন্দরের ৩২ নম্বর পণ্যাগারের অফিস কক্ষে রাখা আমদানি পণ্যের কাগজ পত্র আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।পণ্যাগারের কিছু আমদানি পণ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান রতন কুমার।
বেনাপোল স্থলবন্দর পরিচালক মনিরুজ্জামান বলেন,ফায়ারসার্ভিস কর্মীরা আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে পারায় ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি।কিছু কাগজপত্র পুড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here