শার্শায় বিজিবি কর্তৃক প্রবাস ফেরত যুবককে ফেন্সিডিল দিয়ে ফাঁসানোর অভিযোগ

0
197

শার্শা সীমান্ত প্রতিনিধি:: যশোরের শার্শা সীমান্তে প্রবাস ফেরত মোঃ আনোয়ার (২৭) নামের যুবককে সাজানো ফেন্সিডিল উদ্ধার দেখিয়ে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ মিলেছে।ভ’ক্তভোগী আনোয়ার হোসেন বেনাপোল পোর্টথানাধীন পুটখালী ইউনিয়নের দৌলৎপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে। বিজিবি সদস্যদের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে ফেন্সিডিল উদ্ধার দেখিয়ে মাদক মালায় চালান দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে মাতা রাশিদা(৪৮)জানান,আমার ছেলে ২০১৭ সাল হতে প্রবাসে। মালেশিয়া থেকে গত ৫ মাস আগে সে ছুটিতে বাড়িতে আসে।সাম্প্রতি সময়ে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্য মামুন ও আলামিন প্রায়ই আমার ছেলের মোবাইলে ফোন দিয়ে মাদকের চালান ধরিয়ে দিতে হবে বলে জানান। এ ব্যাপারে বিজিবিকে আনার সহযোগীতা দিতে না পারলে গত রবিবার দৌলৎপুর বিওপির সদস্যরা তাকে ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে বেধড়ক মারপিট করে আটকে রাখে। এলাকাবাসীর হস্তক্ষেপ ও স্থানীয় ইউপি সদস্যের সহযোগীতায় ঐ দিনই বিজিবি সদস্যরা আমার ছেলেকে ছেড়ে দেয় এবং তার বাড়ি চিকিৎসা চলছে। ঔষধ ফুরিয়ে যাওয়ায় বৃহষ্পতিবার(২০ অক্টোবর) সন্ধ্যায় আমার ছেলে আনার তার বন্ধুকে নিয়ে ডাক্তারের উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়। আধা ঘন্টাপর আমি সংবাদ পাই আমার ছেলেকে ফের ক্যাম্পে ধরে নিয়ে গেছে। বিজিবি সদস্যদের আটক কালীন সময়ে আনোয়ারের সাথে থাকা একই গ্রামের ইবাদতের ছেলে ইলিয়াস (২৫) জানান,সন্ধ্যার সময় আনার ভাইকে বাসা হতে নিয়ে ডাক্তারের উদ্দেশ্যে বের হয়ে ইজিবাইক পেতে হাটছিলাম। আকস্মিক দৌলৎপুর বিওপির ৩জন বিজিবি সদস্য আনোয়ার ভাইয়ের হাত ধরে বলে ক্যাম্পে চল।ওনি অসুস্থ বললে বিজিবি সদস্যরা আমাকে গালাগালি করে চলে যেতে বলে। এসময় আনোয়ার ভাই চিৎকার বলে বলে আগের দিন আপনারা আমাকে অনেক মেরেছেন, আজ মারবেন না,আমি ক্যাম্পে যাচ্ছি। তার চিৎকারে পরে আরো লোক জড়ো হলে বিজিবি সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে যায়। মাদক উদ্ধারসহ আসামী আটকের দৌলৎপুর বিওপির নায়েব সুবেদার সহ অভিযুক্ত বিজিবি সদস্যসের সাথে যোগাযোগ করলে তারা কোন বক্তব্য নাদিয়ে কোম্পানী কমান্ডারের সাথে কথা বলতে বলেন। পুটখালী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার রেজাউল করিমের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,গোপন সংবাদে বৃহষ্পতিবার রাতে দৌলৎপুর বিওপির বিজিবি সদস্যরা ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেনেছি। বিস্তারিত তথ্য সংগ্রহে তিনি দৌলৎপুর বিওপিতে পুনরায় যোগাযোগ করতে বলেন। আনোয়ারের মেঝো ভাই ওবাইদুর জানান,আনোয়ারের আটকের ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য বিজিবি ক্যাম্পে খোঁজ নিলে তাকে ফেন্সিডিল সহ আটক করা হয়েছে বলে জানা গেছে। বিজিবির এ নাটকীয় ফেন্সিডিল উদ্ধার অভিযানে আমার ভাইকে অন্যায় ভাবে ফাঁসানো হয়েছে। বিজিবির উর্দ্ধতনদের কাছে তিনি সুষ্ঠু বিচার চেয়েছেন। এ বিষয়ে পুটখালী ইউনিয়নরে ১নং ওয়ার্ড ও দৌলৎপুর গ্রামের ইউপি সদস্য জানান,৩/৪ দিন আগে বিজিবি সদস্যরা আনোয়ারকে ধরে নিয়ে গেলে আমি ক্যাম্পে গিয়ে তার কিছু না পাওয়ায় বিজিবির সাথে কথা বলে ছাড়িয়ে আনি। বৃহষ্পতিবার পুনরায় তার আটকের খবরে ক্যাম্পে গেলে সুবেদার জানান,আনোয়ারকে ১৩ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও চাপা ক্ষোভ বিরাজমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here