মহেশপুর (ঝিনাইদহ) অফিস : ঝিনাইদহের মহেশপুরে ৩২ টি স্বর্ণের বারসহ ইমাম হুসাইন (৩৩) নামে এক চোরাকারীকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার যাদবপুর ইউপির বড়বাড়ী বিকে নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইমাম হুসাইন যশোর জেলার চৌগাছার আব্দুল খালেকের ছেলে। একইদিন বিকালে ৫৮বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৫৮ বিজির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে মোটর সাইকেল আরোহী ইমাম হুসাইনকে আটক করা হয়। এসময় তার ব্যবহারিত ব্যগের মধ্যে থেকে অভিনব কায়দায় কসটেপে মোড়ানো দুই পোটলায় ৩২টি স্বর্ণের বার, একটি মোবাইল, একটি মোটরসাইকেল ও নগদ সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার দর দুই কোটি তেষট্টি লাখ টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।















