সাতক্ষীরার সেই গৃহবধু বেনাপোলে হোমিওপ্যাথি চিকিৎসক আশরাফুলের প্রলোভনে শিকার।

0
205

শার্শা সীমান্ত প্রতিনিধিঃ নিঁখোজ হওয়া সাতক্ষীরা জেলার সদরথানাধীন মাটিয়াডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের কন্যা ও একই জেলার মাহমুদপুর গ্রামের জাহিদ হাসান মিন্টুর স্ত্রী সাদিয়া আক্তার (২৫) তার পরকীয়া প্রেমিকের সাথেই বেনাপোলে এসেছে বলে জানা গেছে। গত ১২ অক্টোবর রাতে বেনাপোল পৌরসভার পাটবাড়ী গ্রামের শরিফুল ইসলামের বিবাহিত পুত্র ও হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ আশরাফুলের প্রলোভনে পড়ে র্স্ণালংকার ও নগদ অর্থ নিয়ে স্বামীগৃহ ছেড়ে বেনাপোলে পালিয়ে আসে ১সন্তানের জননী গৃহবধু সাদিয়া বলে জানান স্বামী মিন্টু। প্রশাসনের সহায়তা নিয়ে আশরাফুল ও বিউটিশিয়ান মিতার হেফাযতে থাকা স্ত্রী সাদিয়াকে বেনাপোলের এক বাসা হতে উদ্ধার করেন বলে আরো জানান। বর্তমানে গৃহবধু সাদিয়া তার পিতা সাইফুলের জিম্মায় রয়েছে। উদ্ধার অভিযানে থাকা বেনাপোল পোর্টথানার এস আই রাজু জানান,ভিকটিম উদ্ধার হওয়ার পর তার জবানবন্দী অনুযায়ী তাকে সাতক্ষীরা সদর থানায় প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়। এ ঘটনায় আশরাফুলের যোগসাজ রয়েছে বলে তিনি আরো জানান। এ বিষয়ে আশরাফুলের পিতা শরিফুল জানান, তার ছেলে বিবাহিত। সাদিয়া নামের গৃহবধুর সাথে তার ছেলের কি সম্পর্ক তা তিনি জানেন না,তবে ঘটনাটি শুনেছেন তিনি। সাতক্ষীরার ঐ গৃহবধু উদ্ধার ঘটনার পর হতেই গাঁ ঢাকা দিয়েছে ডাক্তার আশরাফুল। গৃহবধু সাদিয়াকে টানা ১সপ্তাহ ধরে বেনাপোলে রাখার কারন জানতে একাধিক বার বেনাপোল বাজারস্থ ডাঃ আশরাফুলের চেম্বারে গেলেও সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা যাইনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here