কামরুজ্জামান লিটন ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জিআর ৩৮২/২২ মামলায় ঝিনাইদহে ৯ বিএনপির নেতা কর্মীকে জেল হাজতে প্রেরণ করেছেন ঝিনাইদহ জেলা ও দায়রা আদালত।
গত আগষ্টের কেন্দ্রীয় কর্মসুচীর আগের দিন গভীর রাত ৩টার সময় ঝিনাইদহ উপজেলার সাগান্না ইউনিয়নের আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় আগুন ধরনের পুড়ে যাই।
এতে ইউনিয়ন সাগান্না বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন সহ ১০ জনের নামে মামলা দায়ের করেন স্থানীয় আওয়ামী লীগ।
গত ২২শে সেপ্টেম্বর মাসে হাইকোর্ট থেকে ১ মাসের আগাম জামিন নেন আসামিরা। আগাম জামিনের ১ মাস শেষ হলে ২৩/১০/২২ তারিখে ঝিনাইদহ জেলা জজ কোর্টে থেকে আসামীরা ফ্রেশ জামিন নিতে গেলে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালত বিএনপি ও যুবদলের নেতা মোঃ আরশাদ আলী মোঃ হাবিব রহমান, নাঈম , সুরুজ মোল্লা , সামায়ন , ওহিদুল ইসলাম , আব্দুল মালেক , সুজন , মাসুদ ৯ জনকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
এ সময় আসামি পক্ষে আইনজীবী হিসাবে ছিলেন ঝিনাইদহ উকিল বারের সাবেক সভাপতি এসএম মশিউর রহমান, আইনজীবী জিয়াউল ইসলাম ফিরোজ ও আইনজীবী আনোয়ার হোসেন।
আইনজীবী জিয়াউল ইসলাম ফিরোজ বলেন এই মিথ্যা ও গায়েবী মামলার কোন ভিত্তি নেই।
তাছাড়া এই মামলার সাক্ষীরা ৩০০ টাকার নন জুডিশিয়াল ষ্টাম্পে নোটারী পাবলিক করে লিখিত দিয়েছেন যে রাত ৩টার সময় বিদ্যুতিক সট সার্কিটে আগুন ধরেছে।
কেউ নাশকতা করার উদ্দেশ্যে আওয়ামীলীগের অফিসে আগুন লাগায়নি।
তার পরও রাজনৈতিক প্রতি হিংসার কারনে এই মামলা ও হাইকোর্টে আদেশ সব সময় জেলা জজ আদালত ও নিম্ন আদালত বহাল রাখেন। কিন্তু এই মামলার ক্ষেত্রে দেখছি ভিন্ন। আমরা আইনি প্রক্রিয়া চালিয়ে যাব।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদ বলেন মিথ্যা ও গায়েবি মামলায় আমাদের বিএনপির নেতা কর্মীদের জেল হাজতে প্রেরণ করেছে এতে আমি ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আইনের মাধ্যমে এদের মুক্ত করবো ইনশাআল্লাহ।















