আহত নেতাকর্মীর খোজখবর নিতে মণিরামপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী

0
240

আনিছুর রহমান:- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষে জাতীয়তাবাদী দলের খুলনার বিভাগীয় মহাসমাবেশ থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলায় আহত মনিরামপুরের ২০ নেতাকর্মীর খোজখবর নিতে মণিরামপুরে ঝটিকা সফর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর। মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় আহত নেতা-কর্মীদের বাড়ী-বাড়ী গিয়ে তিনি তাদের সার্বিক খোজখবর নেন। এ সময়ে সদর ইউনিয়নের বাকোশপোল বাজারে সংক্ষিপ্ত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে প্রদান করেন।
উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডা. আওয়াল হোসেন, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান, জেলা বিএনপিনেতা মোহাম্মদ মুছা, মনিরামপুর পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম মফিজুর রহমান, বিএনপিনেতা আবদুল হাই, মিজানুর রহমান, নিস্তার ফারুক, আসাদুজ্জামান মিন্টু, খান শফিয়ার রহমান, মাষ্টার মতিয়ার রহমান, কাজী ইমরান প্রমুখ।
সমাবেশে আহত যুবদল নেতা সিরাজুল ইসলাম, মমতাজ উদ্দিন, আবদুর রহিম, কামরুল ইসলাম, আব্বাস উদ্দিন ও মিন্টুকে চিকিৎসার জন্য বিএনপি’র পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here