কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : – পূর্ব শত্রুতার জেরে ঝিনাইদহ সদরে উপজেলার সুরাট ইউনিয়নে এক কৃষকের কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ পৌর এলাকায় মোশাররফ হোসেন কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহত কৃষক হলেন- ঝিনাইদহ সদরে উপজেলার বাগডাংগা গ্রামের রহিম জোয়ার্দারের ছেলে, মুকুল হোসেন,(৩০)
রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্লবার দুপুরে ঢাকা মেডিকেলকলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে সুরাট ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক জানিয়েছেন, আহত মুকুল আওয়ামী লীগের সমর্থক।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসেনের সমর্থক ও সাবেক চেয়ারম্যান কবির হোসেন জোয়াদ্দার দ্বন্দ্বের কারণেই কেবি’ র সমর্থকরা কৃষক মুকুলকে (৩০) কুপিয়ে জখম করেছেন।
তিনি আরও জানান, এঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেব।















