অভয়নগরে নিত্যপণ্যসহ সবজির দাম আকাশছোঁয়া

0
223

রাজয় রাব্বি, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার গুলোতে শীতের আগাম সবজি আসতে থাকায় বাজারে দাম আকাশছোঁয়া। এদিকে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সবজি, চাল, ডাল, চিনি, ব্রয়লার মুরগি ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। কিছুদিন থেকে সকল প্রকার সবজিতেই কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। বর্তমানে আলুর দাম স্থিতিশীল হওয়ায় সব শ্রেণির মানুষের জন্য আলুই একমাত্র ভরসা। এক কথায় সবজির মূল্য নিম্নআয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে অনেক আগেই।
অভয়নগর উপজেলার বেশ কয়েকটি বাজার সরজমিন ঘুরে এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান বাজারে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশ ছোঁয়া। নওয়াপাড়া এলাকার কাঁচাবাজারে কাঁচামালের মূল্য সপ্তাহের ব্যবধানে ২০/২৫ টাকা বেড়েছে। বাজারে আগাম আসা শীতের সবজি শিম প্রতি কেজি ৮০ টাকা, ফুলকপি প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ঝাল এখন ৮০ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডায়মন্ড আলু ৩০ টাকা, করলা ৮০/৯০ টাকা, পিয়াজ ৪০/৪৫, কাকরুল ৬০ টাকা দামে বিক্রি হচ্ছে। পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, দেশি-বিদেশি টমেটো ৭০ টাকা, মুলা ৩০ টাকা, এক দাড়ি (৫কেজি) আলু ১২৫ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। এ ছাড়াও ঝিঙ্গে ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, গাজর ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, পটল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লালশাক ৫০, পুঁইশাক ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
বাজারের কাঁচামাল খুচরা বিক্রেতা জানান, দেশের সবজি উৎপাদনের স্থানে অতিবৃষ্টিতে সবজি বাগান তলিয়ে যাওয়ার কারণে বাজারে সবজির আমদানি কম। যে কারণে প্রতিদিন সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। আমদানি বৃদ্ধি পেলে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে।
উপজেলার একতাপুর (গ্রামতলা) বাজারের সবজি বিক্রেতা আফছার শেখ বলেন, সবজির দাম কয়েক সপ্তাহ ধরেই বাড়তি চলছে। অসময়ে বৃষ্টির কারণে সব ধরনের সবজিই কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে।
নওয়াপাড়া বাজারে আসা ক্রেতা উপজেলার শংকরপাশা গ্রমের সোহাগ হোসেন জানান, এমনিতেই নিত্যপ্রয়োজনীয় ভোজ্য পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তার ওপর শাক-সবজির মূল্য আকাশ ছোঁয়া। যারা সপ্তাহে একবার গরু-খাসির গোশত কিনতেন তারা এখন মাসে একবার গরু-খাসির গোশতের স্বাদ নিচ্ছেন। নিম্নআয়ের সাধারণ মানুষের ভরসা ছিল ব্রয়লার মুরগি ও ডিম। বর্তমান বাজারে ব্রয়লার মুরগি ১৭০ টাকা থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রে হচ্ছে। এখন নিম্নআয়ের সাধারণ মানুষের একমাত্র ভরসা আলু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here