উদ্ধার জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করল কোস্টগার্ড

0
193

মাসুদ রানা,মোংলা : ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবের কবলে মংলা ফেয়ারওয়ে বয়ার অদুরে ২২ জেলেসহ ট্রলার ডুবির ঘটনায় ২১ জনকে পরিবারের নিকট হস্তান্তর করল কোস্ট গার্ড।
আজ রাতে কোষ্টগার্ড পাঠানো এক প্রেস নোটের মাধ্যমে জানানো হয়, গত রবিবার (১৮ সেপ্টেম্বর) ‘এফ বি আশরাফুল ইসলাম’ সাদ ভোলা জেলার মনপুরা থেকে ২২ জন জেলেমাঝি নিয়ে সমুদ্রে গমন করে এবং বুধবার ( ০৫ অক্টোবর) ইঞ্জিন বিকল হয়ে কতুবদিয়া, চট্টগ্রাম অঞ্চল হয়ে ভাসতে ভাসতে মোংলা ফেয়ারওয়ে বয়ের অদুরে আসে। বোটটি সোমবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবের কবলে পড়ে এবং উত্তাল সমুদ্র ও বৈরী আবহাওয়ায় ফিশিং বোটটি ডুবে যায়। ট্রলারটিতেতে অবস্থানকারী ২২ জন জেলের মধ্যে ২১ জন জেলেকে মোংলা পোর্টের সহায়তায় মার্চেন্ট শিপ (MV VEGA STETIND) কর্তৃক সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়। উদ্ধারকৃতদের তথ্য মতে জানা যায় তাদের সাথে থাকা আরও ০১ জন নিখোঁজ রয়েছে। পরবর্তীতে কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক উল্লিখিত মার্চেন্ট শিপ হতে ২১ জন জেলেকে হারবারিয়া থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) ৩: ৩০ মিঃ গ্রহণ করা হয়। নিখোঁজ ০১ জন জেলেকে উদ্ধারে কো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here