বেনাপোল ১০ পিচ এ ১কেজি ২০০ গ্রাম ওজনের স্বর্ণের বার সহ দুই ভাইকে আটক

0
187

বেনাপোল থেকে এনামুলহকঃযশোরের বেনাপোল থেকে ১০ পিচ (১কেজি ২০০ গ্রাম ওজনের) স্বর্ণের বার সহ আপন দুই ভাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল বেলা বেনাপোল পোর্ট থানার গাজীপুর এলাকার পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার পীর পুরকুল্লার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই ছেলে মিলন হোসেন (২৮) ও হিরন মিয়া (২৫)
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী জানান, স্বর্ণ পাচারের গোপন খবরে, পোর্ট থানার গাজিপুর এলাকার পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ১০ পিচ স্বর্ণের বারসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here