মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এস এম ইয়াকুব আলী

0
281

মণিরামপুরে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ধলিগাতী গ্রামস্থ এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, মাদ্রাসা একটি ধর্মীয় প্রতিষ্ঠান। ধর্মীয় প্রতিষ্ঠানে কুরআন হাদীসের পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহন করে একজন যদি সুশিক্ষিত হয় তার মাধ্যমে সুন্দর একটি সমাজ গড়ে ওঠা সম্ভব। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ জবেদ আলী সরদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের চিকিৎসক ডা. মেহেদী হাসান, সাবেক কৃষি কর্মকর্তা আব্দুস সামাদ, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আহাদুল করিম, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বিশেষ দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here