নীলগঞ্জ মহাশ্মশানের নতুন কমিটি গঠন সভাপতি অসীম কুন্ডু, সম্পাদক সনৎ সাহা

0
242

কাগজ সংবাদ : যশোরের নীলগঞ্জ মহাশ্মশান কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে আয়োজিত এ সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অসীম কুন্ডুকে সভাপতি, সহসভাপতি মুনাল কান্তি দে, শ্যামল দাস, কার্তিক কুন্ডু, সুজিৎ কাপুড়িয়া বাবলু, সাধারণ সম্পাদক সনৎ সাহা, যুগ্ম সম্পাদক শ্যামল পাল, কোষাধ্যক্ষ অপূর্ব দেবনাথ, কার্যনির্বাহী সদস্য যোগেশ চন্দ্র দত্ত, মঙ্গল চন্দ্র দাস, বিষ্ণু সাহার নাম ঘোষনা করা হয়। আগামী ৭ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ আয়োজনে সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সুকুমার রায়।
এর আগে নীলগঞ্জ মহাশ্মশান কমিটির উদ্যোগে আসন্ন মহানামযজ্ঞ অনুষ্ঠান সুষ্টুভাবে পরিচালনার জন্যে এক সাধারণ সভার আয়োজন করা হয়। এ আয়োজনে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অসীম কুন্ডু। এ সময় নীলগঞ্জ মহাশ্মশান পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here