ভ্রাম্যমান প্রতিনিধিঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বি এম এস এস যশোর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টা ৩০ মিনিটে মুড়লীর মোড় চলন্তিকা পেট্রোল পাম্পের দ্বিতীয়তলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যশোর জেলা শাখার কমিটি গঠন করা হয়।
সাংবাদিকের সুরক্ষা ও আমাদের করণীয় ” শীর্ষক আলোচনা সভায়, জনাব খন্দকার মহিববুর রহমান হিরণ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর প্রেসক্লাবের সভাপতি, জনাব জাহিদ হাসান টুকুন , প্রধান আলোচক,খন্দকার আছিফুর রহমান প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিএমএসএস, উদ্বোধন, নজরুল ইসলাম মল্লিক সিনিয়র ভাইস চেয়ারম্যান (বিএমএসএস),বিশেষ বক্তার,মোঃ সুমন সরদার মহাসচিব( বিএমএসএস,) সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ , মোঃ শাহিনুর রহমান পান্না সম্পাদক দৈনিক গ্রামের কন্ঠ ও দৈনিক প্রতিদিনের কষ্ঠ
যশোর, সম্মানিত অতিথিবৃন্দ, শিহাব উদ্দিন রুবেল ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি, বি এম এস এস, আবু হামজা বাধন সিনিয়র যুগ্ম – মহাসচিব(, বি এম এস এস), জি এম মিজানুর রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,( বি এম এস এস) সুজন মাহমুদ সহ- সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ( বি এম এস এস) খন্দকার আশিকুর রহমান টনি সহ- সভাপতি খুলনা বিভাগ, (বি এম এস এস), মোঃ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক খুলনা বিভাগ,( বি এম এস এস),, শাহিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ (বি এম এস এস)। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএম এস এস) যশোর জেলা সম্মেলনে যশোর জেলা কমিটি সভাপতি জনাব নাসিম রেজা,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোঃ ইমাম হাসান রুবেলসহ ১০১ কমিটি গঠন করা হয়েছে। এই সময় আরও বিভিন্ন টিভি চ্যানেল ও পত্র পত্রিকার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।















