মহম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে নারীসহ কথিত চার সাংবাদিক আটক

0
248

মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে নারীসহ কথিত (ভুয়া) চারজন সাংবাদিককে আটক করেছে থানা পুলিশ। তারা সাংবাদিক পরিচয়ে উপজেলার নহাটা, রাজাপুর ও বিনোদপুরসহ বিভিন্ন মাদ্রাসা থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়। শুক্রবার দিবাগত রাত ৯ ঘটিকার সময় উপজেলার ধোয়াইল গোরস্তান মহাম্মাদিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বরিশাল জেলার আগোলঝাড়া উপজেলার সিরাল গ্রামের মৃত্যু নুরুল ইসলামের ছেলে শহিদুল সাগর (৪৪), ময়মনসিংহের ভালুকা উপজেলার বহুলি গ্রামের গোলাম মোস্তফার মেয়ে মমতাজ নাহার (৩৪), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শুটিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে মোঃ সেলিম রেজা (২৮) এবং টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের হামিদ আলীর ছেলে হোসেন আলী পিন্টু (২৮)।
আটকের সময় তাদের বহনকারী একটি প্রইভেটকার, ক্যামেরা, মোবাইল ফোন, চার্জার, বুম, এবং ঈঘড ঞঠ (২৪/৭ ঘঊডঝ ঞঠ) এর আইডি কার্ডসহ নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়েছে। এর আগেও তারা উপজেলার বিভিন্ন এলাকার হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঈঘড ঞঠ পরিচয় দিয়ে এরা চারজন উপজেলার বিভিন্ন এলাকার হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় যেয়ে নানা অনিয়ম ও দুর্নীতি চলছে এমন অভিযোগ তুলে মাদ্রাসার কমিটি এবং দায়িত্বপ্রাপ্ত হুজুরের কাছে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত চাওয়া হয়। না দিতে পারলে তাদের থেকে নগদ টাকা হাতিয়ে নেয়। পরে ধোয়াইল গ্রামে আসলে তাদের গতিবীধি সন্দেহজনক হওয়ায় গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ধোয়াইল গোরস্তান মহাম্মাদিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা থেকে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি স্বিকার করেন।
এ বিয়য়ে অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় জানান, শহিদুল সাগর, মমতাজ নাহার, মোঃ সেলিম রেজা ও হোসেন আলী পিন্টু উপজেলার বিভিন্ন এলাকায় যেয়ে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে। পরে তাদেরকে ধোয়াইল গোরস্তান মহাম্মাদিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা থেকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here