যশোরে ধর্ষককে দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

0
186

যশোর প্রতিনিধি : যশোরে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও আসামিকে দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে আজ রবিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলার হামিদপুর গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এসময় বক্তারা বলেন, ধর্ষণকারী জাহাঙ্গীর শেখ প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। এ সুযোগে আসামি জাহাঙ্গীরের ভাই মামলা তুলে নিতে অব্যাহতভাবে হুমকি ধামকি দিচ্ছে। এজন্য অবিলম্বে ধর্ষনকরীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। ধর্ষিতা হামিদপুর এলাকার একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী । মানববন্ধনে হামিদপুর এলাকার সাবেক মেম্বার শরিকুল ইসলাম শরিফ সরোয়ার হোসেন মানিক মিয়া সাব্বির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে যশোরের জেলা প্রশাসকের কাছে গ্রামবাসী এক স্মারক লিপি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here