‘প্রচলিত শিক্ষাব্যবস্থাকে স্মার্ট শিক্ষায় রুপান্তর করতে হবে’

0
217

খাজুরা (যশোর) প্রতিনিধি : নানা আয়োজনে যশোরের বাঘারপাড়ায় শিক্ষামেলা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) উপজেলা প্রশাসন দিনব্যাপী জহুরপুর স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত আলোচনা সভা ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হুসাইন শওকত। তিনি তার বক্তৃতায় বলেন, ‘নতুন বছরের পাঠ্যক্রম আমাদের শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তত করবে। স্মার্ট জাতি গঠনে প্রয়োজন স্মার্ট শিক্ষা। এজন্য প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট শিক্ষায় রুপান্তর করতে হবে। শিক্ষক শিক্ষার্থীদের যা পড়াবেন সেগুলো প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত করে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোই হচ্ছে স্মার্ট শিক্ষাব্যবস্থা।’ বিজ্ঞান চর্চার প্রতি গুরুত্ব দিয়ে হুসাইন শওকত বলেন, ‘আগামী প্রজন্মকে হতে হবে বিজ্ঞান প্রজন্ম। দেশকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। বাঘারপাড়া উপজেলা প্রশাসনের এ আয়োজন আমাকে রীতিমত মুগ্ধ করেছে।’ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম নুর-ই-এলাহীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু। অন্যদের মধ্যে বক্তৃব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম ছরোয়ার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জহুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির অর্ঘ বিশ্বাস ও জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির নুসরাত মনি লিসা। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও অভিভাবক সমাবেশের আগে উপস্থিত ৬ জন বীরমুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। এ সময় ১৯৬৮ সালে স্বর্ণপদক পাওয়া জহুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ লস্কারকে সম্মাননা প্রদান করেন উপজেলা প্রশাসন। অনুষ্ঠান শেষে বিকেলে ক্ষুদে শিক্ষার্থী ও যশোরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন লাল-সবুজ’র পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here