শালিখায় ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত

0
172

সাইফুল ইসলাম,শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে মাগুরা’র শালিখা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ শালিখার যৌথ আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের সাথে নিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদের মুল গেটে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সমাবেত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা- ২ আসেনর সংসদ সদস্য ড. শ্রী বিরেন শিকদার ( সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন,শালিখা থানা অফিসার ইনচার্জ মো: বিশারুল ইসলাম, মাগুরা জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি বাসুদেব কুন্ডু, শালিখা উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. শ্যামল কুমার দে ও শিক্ষক সমিতির সভাপতি মো: বাহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো: নুরুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here