বাঘারপাড়া প্রতিনিধি : রবিবার ০৬/১১/২২ ইং বিকাল আনুমানিক সাড়ে তিনটায় বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের মোঃ আসাদ মোল্যা এবং মোঃ টিপু মোল্যা, উভয় সাং- শালবরাট, বাঘারপাড়া, জেলা- যশোরের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে মাপজোক করার সময় মারামারি সংঘটিত হয়। সংশ্লিষ্ট এলাকার সূত্রে জানা যায় যে, এদিন সকাল ১০টার সময় থেকে বিবাদমান জমির মালিক মোঃ আসাদ মোল্যা (৫০), পিতা- মৃত- তবিবার মোল্যা, এবং মোঃ টিপু মোল্যা (৪০), পিতা- মৃত- বাবর আলী, উভয় সাং- শালবরাট, থানা- বাঘারপাড়া, জেলা- যশোর
আমিনের মাধ্যমে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্হিতে মাপজোক করতে থাকে। মাপজোক করার শেষ পর্যায়ে যার যার জায়গা বুঝিয়ে দেওয়ার পর টিপু মোল্যার ঘরের পাশে সীমানা পিলার বসানোর সময় মোঃ ইলিয়াস (৪৫), পিতা- মৃত- তবিবার মোল্যা, এবং তার ছেলে মোঃ ইব্রাহিম মোল্যা, এবং ইলিয়াস মোল্যার মামাতো ভাই একই ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের তৈমুজ মোল্যার ছেলে ইয়াকুব মোল্যা (৫০),
ইয়াকুব মোল্যার ছেলে মোর্ত্তজা (২৬) ঘর থেকে বের হয়ে আকস্মিকভাবে পিছন থেকে এসে মোঃ মিজানুর (২৮), পিতা- মৃত- বাবর আলী এবং মোঃ ইসমাইল হোসেন (২৭), পিতা- মোঃ শহিদ মোল্যা, উভয় সাং- শালবরাট, থানা- বাঘারপাড়া, জেলা- যশোরের
মাথায় ধারালো কিছু দিয়ে কোপ দেয়। তাৎণিক সময়ে উভয় পরে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে উভয় পরে ৫জন এর মধ্যে ইুলিয়াস গ্রুপের হামলায় আহত হন মোঃ মিজানুর রহমান (৩০), পিতা- মৃত- বাবর আলী, মোঃ ইসমাইল হোসেন (২৭), পিতা- মোঃ শহিদ মোল্লা, মোঃ ময়েন মোল্লা (৫৫), পিতা মৃত্য রোস্তম মৌলভী, অপর দিকে মিজান গ্রুপের হামলায় আহত হয়।
মোঃ আসাদুর রহমান (৫০), পিতা-মৃত তবিবার মোল্ল, ৩. মোঃ সামছুর রহমান (৬০), পিতা-মৃত তবিবার মোল্ল, সর্ব সাং- শালবরাট, থানা- বাঘারপাড়া, জেলা-যশোর। মারামারি সংঘটনে ফলে আহত হওয়ার কারনে তাৎণিক সময়ে স্থানিয় লোকজন তাদেরকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাকিল আহম্মেদ তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং হাসপাতালে ৩জনকে ভর্তি করেন, ও ৩”জনের অবস্থা খারাপ থাকায় তাদের কে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে উদ্দেশ্যে রিফার্ড করেন। তারা হলেন মোঃ সামছুর রহমান, মিজানুর রহমান, ঈসমাইল হোসেন গুরুতর অসুস্থ হওয়ায় তাকে । বাঘারপাড়া থানা পুলিশকে অবহিত করা হলে থানা পুলিশ এবং রায়পুর ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নী, তবে উভয় পক্ষ মামলার প্রস্তুতী নিচ্ছেন।















