বারীনগরে কৃষকের ৪ বিঘা লিচু গাছের চারা কেটে দেওয়ার অভিযোগ

0
208

চুড়ামনকাটি(যশোর) প্রতিনিধি ॥ যশোর সদর উপজেলার বারীনগর বাজারের শামসুল আলম নামের এক ব্যক্তির ৪ বিঘা জমির লিচু গাছের চারা রাতের আধাঁরে দুর্বৃত্তরা কেটে দিয়েছে।এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।এ ঘটনায় ভুক্তভোগী শামসুল আলম যশোর কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
শামসুল আলম জানান,হৈবতপুর মাঠে ৪ বিঘা জমিতে লিচুর চারা রোপন করেন।এক বছরে চারা গুলো বেশ বড় হয়ে উঠেছে।শনিবার গভীর রাতে কে বা কারা তার পুরো ৪ বিঘা জমির লিচুর চারা গুলো সব কেটে ও উপড়ে দিয়েছে। তিনি আরো জানান,চারা ক্রয় ও জমি তৈরি, লিজ,সারসহ লেবার দিয়ে ৫ লক্ষ টাকার উপরে ইতিমধ্যে খরচ হয়েছে।তার ধারণা পাশের জমির মালিকরা এই জঘন্য কাজটি করতে পারে।তিনি অপরাধীকে শনাক্ত করে দৃষ্টন্তমূলক শাস্তি দাবি করেন। হৈবতপুর ইউপি চেয়ারম্যান বলেন,ঘটনাটি তিনি শুনেছেন।যারা এই ধরণের কাজ করেছে তিনি তাদের আটক পূর্বক শাস্তি দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here