মাগুরা’র পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে গুণীজন সংবর্ধনা

0
255

সাইফুল ইসলামঃ শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়ের পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে,গুনিজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।৫ নভেম্বর (রবিবার) বিকালে পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম আলমগীর হোসেন তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার ( সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুন্ডু, আবু নাসের বাবলু চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ মাগুরা,মোঃ কামাল হোসেন চেয়ারম্যান উপজেলা পরিষদ শালিখা,জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক আলী আহমেদ আহাদ, মাগুরা জেলা পরিষদের সদস্য আবু হানিফ মুন্সি,কুচিয়ামোড়া ইউপি চেয়ারম্যান মোঃ টিপু বিশ্বাস, শালিখা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল বিশ্বাস,শালিখা উপজেলা সেচ্ছসেবক লীগ সভাপতি মোঃ খুরশিদ আলম রনি, শালিখা উপজেলা যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম,স্বত্বাধিকারী বিজনেস এ্যালায়েন্স মোঃ সিরাজুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুর রাজ্জাক বিশ্বাস সহ-সভাপতি মাগুরা সদর উপজেলা আওয়ামিলীগ ও প্রতিষ্ঠাতা সদস্যের প্রধান,বড়শলই পঞ্চ পল্লী মাধ্যমিক বিদ্যালয় এবং স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ। পরে সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পীরা মনমুগ্ধকর গান পরিবেশন করে দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here