অভয়নগরে কয়লা বোঝাই কার্গোর ধাক্কায় ভৈরব সেতুর পিলার ক্ষতিগ্রস্থ

0
221

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে নওয়াপাড়া নদী বন্দরে কয়লা বোঝাই কার্গোর ধাক্কায় ভৈরব সেতুর পিলার ক্ষতিগ্রস্থ হয়েছে। নওয়াপাড়া শিল্পবন্দর ভৈরব নদীর ওপর নির্মিত ভৈরব সেতুর ১২ নম্বর পিলারে কয়লা বোঝাই কার্গো ধাক্কা দিয়েছে। সোমবার (৭ নভেম্বর) দুপুরে একটার দিকে এ ঘটনা ঘটে। এতে সেতুর একটি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ। স্থানীরা জানান, কয়লা বোঝাই এম বি স্বর্ণ গ্রাম-৩ নামের একটি কার্গো সেতুর মাঝখানের একটি পিলারে ধাক্কা দেয়। কার্গো জাহাজের ধাক্কায় পিলারের নিচের অংশ ও উপরের রিং ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে পলি পড়ে নাব্যতার কারণে এ দূর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া এম বি স্বর্ণ গ্রাম-৩ নামের কার্গোটি ধাক্কা দিয়ে দ্রত পালিয়ে যায়। নৌ পুলিশের উপপরির্দশক মোঃ মেহেদী ইসলাম মুঠোফোনে বলেন, ইতো মধ্যে জেনেছি ভৈরব নদীর ওপর নির্মিত ভৈরব সেতুর ১২ নম্বর পিলারে কয়লা বোঝাই কার্গো ধাক্কা দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেব। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, কার্গোটি আটক করা যায়নি। বিষয়টি নৌ পুলিশের।
উপজেলা প্রকৌশলী এস এম ইয়াফি বলেন, ঘটনাটি জেনেছি। সেতুর পিলারের চারপাশে প্রতিরক্ষা দেয়াল করার ব্যাপারে স্টিমেট তৈরি করে পাঠিয়েছি। এতে ব্যয় হবে প্রায় দুই কোটি টাকা। এটা হলে কার্গোর ধাক্কায় পিলারের তেমন কোনো ক্ষতি হবে না। চুক্তি অনুযায়ী, ২০২০ সালের ১ জুলাই থেকে দুই বছর সেতুটির রক্ষণাবেক্ষণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ৭০২ মিটার দৈর্ঘ্য এবং ৮ মিটার প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৮ কোটি ৩৯ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে এটি নির্মাণ করেছে ভারত-বাংলাদেশের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানি।
এ ব্যাপারে নওয়াপাড়া নদী বন্দরের সহকারি পরিচালক মাসুদ পারভেজ বলেন, কার্গোর ধাক্কায় সেতুর ক্ষতিগ্রস্থ হয়েছে। সাথে সাথে আমাদের টিম উদ্ধার কাজে পাঠিয়েছি। কার্গোটি আটকের চেষ্ঠা করা হচ্ছে। পলি জমে নদের নাব্যতার সৃষ্টি হওয়ার কারণে কার্গোটি পিলারে ধাক্কা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here