ছাতিয়ানতলা মা ও দুই মেয়েকে জখম করে দূর্বত্তদের জমি দখল

0
190

মালিকুজ্জামান কাকা, যশোর : একজন বৃদ্ধা মা ও তার দুই কন্যাকে মারধোর করে আহত করে জোর পূর্বক সাড়ে সাত শতক মূল্যবান জমি জবর দখলে নিয়েছে চিহ্নিত দূর্বত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল চারটার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ছাতিয়ানতলায়। পরিস্থিতি পক্ষে রাখতে দূর্বত্তরা উল্টো আহত মা ও দুই মেয়ের নামে বাঘারপাড়া থানায় অভিযোগ করেছেন। আহত মা রেহানা বেগম ও তার দুই কন্যা মোনালিসা স্বপ্না, রত্না এখন বিচারের দাবিতে পথে পথে ঘুরছেন। রেহানা বেগম ছাতিয়ানতলার মৃত মজিদ মোল্যার স্ত্রী।
ঘটনার বিবরনে জানা গেছে, ছাতিয়ানতলায় রেহানা বেগমের জমাজমি বাড়িঘর রয়েছে। তার চার কন্যা। কোন পুত্র সন্তান নেই। স্বামী আগেই মারা গেছে। গত মঙ্গলবার বিকালে একই এলাকার লুঃফর মোল্যার দুই পুত্র এনামুল হোসেন (৩৮), অহিদুল হোসে (৪১), মোফাজ্জেলের পুত্র মিজানুর রহমান পর্বত, মোহাম্মদ মোল্যার দুই পুত্র জাহিদুল (৩৪) ও ওবাইদুলসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন মিলে মা রেহানা, কন্যা মোনালিসা স্বপ্না ও রত্নাকে মারধোর করে তাদের ভোগ দখলে থাকা সাত শতক জমি জবর দখলে নিয়েছে। জমিটি ছাতিয়ানতলা বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত।
এদিকে জবর দখল নিশ্চিত করতে পর্বতের নেতৃত্বে দূর্বত্তরা আগে বাঘারপাড়া থানায় অভিযোগ দাখিল করে। থানা রেহানা বেগমের অভিযোগ নেয়নি। ছাতিয়ানতলার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায় ৭নং দরাজহাট্ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাতিয়ানতলায় দীর্ঘদিন ধরে নৈরাজ্য চলছে। অহিদুল হোসেন, জাহিদুল ও ওবাইদুল মাদক কারবারে জড়িত। এছাড়া এনামুল হোসেন ও পর্বত জুয়ার বোর্ড বসায় নিয়মিত। ভয়ে কেউ তাদের বিরুদ্ধে টু শব্দটিও করতে পারেনা। এসব কারনে পর্বত শাশুড়ী রেহানা কে মান্য করেনা। শশুরের জমিতে থেকেই তার শাশুড়ী ও শ্যালিকাদের বসতবাড়ির জমি থেকে উচ্ছেদ করতে সে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। নিজের বসবাসের সীমানা বৃদ্ধি করতেই পর্বত লোকজন সন্ত্রাসী ভাড়া করে শাশুড়ী শ্যালিকাদের মারধোর করেছে। স্বপ্না, রত্না ও শাশুড়ী রেহানার সারা গায়ে আঘাতের সুষ্পষ্ট চিহ্ন রয়েছে। স্বপ্নার মাথায় আঘাতের তীব্রতায় ব্যান্ডেজ দিতে হয়েছে।
দরাজহাট ইউপি বিট পুলিশ ইনচার্জ এস আই শাহ আলম জানান পর্বত গং অভিযোগ দিয়েছে থানায়। তবে সেটি এখনো মামলা হিসাবে রেকর্ড হয়নি। দুই পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা চলছে কেননা আসামী ও ভূক্তভোগীরা পরস্পর আত্মীয় স্বজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here