ডুমুরিয়ায় ক্রয়কৃত সম্পত্তি ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছে এক ব্যক্তি

0
196

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমরিয়া (খুলনা) ॥ খুলনার ডুমুরিয়ায় খান আসাবুর রহমান নামে এক ব্যক্তি তার ক্রয়কৃত সম্পত্তি ফিরে পেতে দীর্ঘদিন ধরে দ্বারে দ্বারে ঘুরছে। বর্তমানে তার ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করে ইট দ্বারা পাকা ঘর করার লক্ষ্যে আরসিসি পিলার নির্মান করছে বিবাদীরা। এঘটনায় ভুক্তভোগী ব্যক্তি গত ০৯/১১/২২ইং তারিখে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের আব্দুল কাফি খানের ছেলে খান আসাবুর রহমানের ক্রয়কৃত (আরাজি ডুমুরিয়া মৌজা) জমি নিয়ে আরাজি ডুমুরিয়া গ্রামের মৃত মতলেব শেখের ছেলে জাহিদুল ইসলাম শেখ ও মৃত আব্দুল হামিদ খানের মেয়ে শাহানারা আলিমা মুক্তার পূর্ব বিরোধ আছে। একারণে তিনি বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত খুলনাতে এমপি-৭৮৯/২০২২নং মামলা করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন আছে। এমতাবস্থায় গত ০৮/১১/২২ইং তারিখে বিবাদীদ্বয় সকাল আনুমানিক ১০.১০মিনিটে অজ্ঞাতনামা লোকজন নিয়ে তার সম্পত্তির মধ্যে একটি টিনের ঘর নির্মান করাসহ ইট দ্বারা পাকা ঘর করার লক্ষ্যে আরসিসি পিলার নির্মান করছে। এসময় বাদী এভাবে তার জমিতে ঘর নির্মানের কারণ জানতে চাইলে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকী ধামকি দেয়। নিরুপায় হয়ে তিনি নিজের ক্রয়কৃত সম্পত্তি জবরদখল হতে মুক্ত করার জন্য ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারে জাহিদুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেনি। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, অভিযোগ হয়েছে,তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here