মহেশপুরে মাল্টা চাষে সফল সাংবাদিক নাজমুল

0
205

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ নাজমুল হোসেন। একজন গনমাধ্যম কর্মী। পাশাপাশি বাণিজ্যিকভাবে মাল্টা চাষ শুরু করেছেন। তিনি চার বছর আগে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ভবনগর মাঠে ২ বিঘা জমিতে ২শ টি বারি-১ জাতের মাল্টা চাষ করেন।
মাল্টার পাশাপাশি একই জমিতে চায়না লেবু, উন্নত জাতের পেয়ারা ও কুল চাষ করেছেন। মো. নাজমুল হোসেন মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের জামাত আলীর ছেলে।
নুরুজ্জামান, শাহীন মিয়া, রেজাউল হোসেন,সোহাগ হোসেনসহ স্থানীয় কয়েকজন জানান, এলাকার অনেকেই মাল্টা বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করেন। সার্বণিক দেখাশোনা করার জন্য মাসিক বেতনে কর্মচারী রয়েছে। এ অঞ্চলটি কৃষি কাজের জন্য সমৃদ্ধ। এখানে সব সময় নিত্য নতুন ফসলের চাষাবাদ হয়ে থাকে। এ অঞ্চলের তরকারির সুনাম রয়েছে জেলা ও বাইরের অনেক এলাকায়।
এবিষয়ে মো. নাজমুল হোসেন বলেন, মাল্টা চাষ অনেকটাই সুবিধাজনক ও ঝুঁকিমুক্ত। অন্যান্য ফল ঝড়-বৃষ্টিতে তিগ্রস্ত হলেও মাল্টার তেমন তি হয় না। তাই ব্যবসায়ীকভাবে চাষ শুরু করেছি। তিনি বর্তমানে প্রতি কেজি মাল্টা ৬০ টাকা দরে বিক্রি করছেন।
শ্যামকুড় ইউনিয়নের কৃষি ব্লক সুপার ভাইজার হাবিবুর রহমান বলেন, আমরা সব সময় মাল্টা ও কমলা চাষিদের সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে থাকি।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, এই এলাকার মাটি ও আবহাওয়া মাল্টা ওকমলা চাষের জন্য বেশ উপযোগী। আবহাওয়া অনুকূলে থাকায় মহেশপুরে মাল্টা ও কমলার ফলন ভালো হচ্ছে এবং মাল্টা ও কমলা চাষে চাষিদের আগ্রহ বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here