মানবিক কার্যক্রমে প্রশংসায় ভাসছে ইবি ছাত্রলীগ

0
269

রানা আহম্মেদ অভি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাধারণ শিক্ষার্থী আরিফ রুহানীর পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন উক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। মানবিক কাজটি শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সহ-সভাপতি মৃদুল হাছান রাব্বিসহ অন্যান্য নেতাকর্মীদের তত্ত্বাবধানে করা হয়েছে বলে জানা ছাত্রলীগ।
জানা যায়, আরিফ রুহানী লিটন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি গত ১১ অক্টোবর (মঙ্গলবার) অটো আর ট্রাক মুখোমুখি সংঘর্ষে আরিফ রুহানী লিটনসহ পরিবারের ৪ (চার) জন সদস্য মারাত্মক ভাবে আহত হয়।পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্য সুস্থ হয়ে উঠলেও আরিফ রুহানী লিটনের বাবা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র- আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইতোপূর্বে আরিফ রুহানী লিটন ২০০৩ সালে রোড এক্সিডেন্ট করে একটি পা অকেজো হয়ে যায় এবং তিনি সাপোর্ট ছাড়া চলতে পারতেন না। কিন্তু পুনরায় দুর্ঘটনায় আহত হলে সাপোর্ট দেওয়া দুটি হাতের হাড় ভেঙ্গে যায় এবং অকেজো পায়ে আবার হাটু ভাঙে। এসময় বিশ্ববিদ্যালয়ে এসে পুনরায় ফিরে যাওয়ার কোন উপায় না পেলে এম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ায় প্রশংসনীয় করেছেন ইবি ছাত্রলীগের নেতাকর্মীদের।
আরিফ রুহানী লিটন বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শেষ করে রংপুর ফিরে যাওয়ার প্রয়োজন হলে কিভাবে যাবো সে সিদ্ধান্ত উপনীত হতে পারিনা। সেখানে মেডিক্যাল হাসপালে চিকিৎসা নিতে হবে। এসবের কারণে হতাশা-বিষন্নতা মগ্ন ছিলাম। তখনই মানবতার অনন্য দৃষ্টান্ত দেখিয়ে সহযোগিতা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ভাই। তাঁর একান্ত প্রচেষ্টায় এম্বুলেন্সের মাধ্যমে রংপুর পর্যন্ত যাওয়ার সকল ব্যবস্থা করেন। তিনি আরো বলেন, এজন্য চির কৃতজ্ঞ ও ধন্যবাদ ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ভাই ও সহ-সভাপতি রাব্বি ভাইসহ সবাইকে যারা এ অসহায়ত্বের সময় পাশে দাঁড়িয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ছাত্রলীগ বরাবর ভালো কাজে সবাইকে সহযোগিতা করে আসছে। আমরা জেনেছিলাম আরিফ রুহানী একবার এক্সিডেন্ট করে বিকল হয়েছে। সে এক্সিডেন্টে করার পাশাপাশি তার বাবাকে হারিয়েছে। যেহুতু বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অভিভাবক হিসেবে দায়িত্ববোধ আছে সেখান থেকে এ কাজটি করেছি। এতে সহযোগিতা করেছেন অনান্য নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার দ্রুত সুস্থতা ও ভবিষ্যৎ মঙ্গল কামনা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here