নড়াইলে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার ১

0
205

জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার এক। নড়াইলের লোহাগড়ায় গাঁজাসহ এক যুবক কে আটক করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) সকালে ২ কেজি গাঁজাসহ মো: আলাউদ্দিন (২৫) নামে ওই যুবককে আটক করে নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র। আটককৃত আলাউদ্দিন লাহুড়িয়া মধ্য দহরপাড়া গ্রামের ময়ন উদ্দিন শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে
নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া মধ্য দহরপাড়া এলাকায় অভিযান চালায় লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপ-পরির্দশক (এসআই) মুন্সী মনজির রহমান ও সঙ্গীয় ফোর্স, এসময় মো. আলাউদ্দিন নামে ওই যুবককে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে পুলিশের আভিজানিক দল। এ বিষয়ে নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ এক যুবক কে আটক করা হয়েছে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here