আনিছুর রহমান:- মণিরামপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মাওঃ বজলুর রহমান আর নেই। তিনি রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় যশোরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন যোহরবাদ মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য মাওলানা বজলুর রহমান
মণিরামপুর তথা এলাকার মানুষের কাছে অতি প্রিয় ব্যক্তি ছিলেন। চাকুরি জীবনে তিনি সুখে দুঃখে উপজেলার সকল মাদ্রাসার পাশে থাকতেন। তার হাত দিয়ে উপজেলার অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এ বিষয়ে শ্যামকুড় যমযমিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অবসর প্রাপ্ত মাওলানা শিক্ষক আব্দুল হাকিম বলেন, আমার মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য সব থেকে বেশি অবদান ছিল মাওলানা বজলুর রহমানের। তিনি মাদ্রাসা শিক্ষকদের বিপদে আপদে সব সময় সহযোগিতা করতেন। এমনকি উপজেলার সকল মাদ্রাসার অভিভাবক ছিলেন তিনি। তার মৃত্যুতে অনেক মাদ্রাসাসহ এলাকা বাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের পুত্র আব্দুল কালাম আজাদ জানান, পিতা আলহাজ¦ বজলুর রহমান দীর্ঘদিন যাবত ক্যান্সার আক্রন্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত দু’দিন আগে হঠাৎ শারিরীক অবস্থার অবনতি হলে যশোর ইবনে সিনা হাপসাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে রবিবার সকাল ৭ টার দিকে তিনি ইন্তেকাল করেন। যোহরবাদ মণিরামপুর উপজেলার পাতন দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন কার্য্য সম্পন্ন করা হয়েছে।















