ডুমুরিয়ায় নারকেলের ভিতর মানুষের মুখমণ্ডল আকৃতির দৃশ্যমান।

0
192

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া(খুলনা) : অবিশ্বাস্য হলেও সত্য ডুমুরিয়ায় নারকেলের ভিতর মানুষের মুখমণ্ডল আকৃতির দৃশ্য দেখা গেছে। গত রোববার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার দক্ষিণ চুকনগর গ্রামের নজরুল ইসলাম তরফদারের বাড়িতে একটি নারকেলের ভিতরে অবিকল মানুষের মুখমণ্ডল আকৃতির দৃশ্য দেখা যায়। বিষয়টি জানাজানি হলে শত শত উৎসুক জনতা দৃশ্যটি এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়।
ডুমুরিয়া উপজেলার দক্ষিণ চুকনগর গ্রামের মৃত সোমস তরফদারের ছেলে নজরুল ইসলাম তরফদার জানায়, পিঠা বানানোর জন্য তার ছেলে রুবেল তরফদার তাদের বাড়ির আঙিনায় লাগানো নারকেল গাছ থেকে একটি নারকেল পাড়ে। এসময় রুবেল নারকেলটি ভাঙা মাত্রই ভিতরে মানুষের মুখমণ্ডল আকৃতির দৃশ্য দেখতে পায়। তখন তিনি নারকেলটির ব্যাপারে এলাকার লোকজনকে জানালে শত শত উৎসুক জনতা দৃশ্যটি একনজর দেখার জন্য তার বাড়িতে ভিড় করে।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মালী বলেন, নারকেলটির ভিতরে অবিকল মানুষের মুখমণ্ডল আকৃতির। অবিকল মানুষের মত চোখ, নাক ও গাল দেখা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here