সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে (অবঃ)প্রধান শিক্ষক নুরইসলাম’র নামাজের জানাজা অনুষ্ঠিত

0
269

নাসির উদ্দিন নয়ন কুয়াদা(যশোর)প্রতিনিধিঃ যশোর সদর উপজেলা ১১নং রামনগর ইউনিয়নে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের (অবঃ)প্রধান শিক্ষক নুরইসলাম(৬৫) নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সময় সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের পরিবার সূত্রে জানা যায় তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সার জনিত রোগে ভুগছিলেন। হঠাৎ তিনি মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আদ দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়।১৬(নভেম্বর) বুধবার সকালে মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লে ঐ দিন দুপুর ২, ৩০ মিনিটের দিকে ঢাকায় আদ দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু কালে তিনি ১ স্ত্রী, ১ছেলে মেয়ে ও নাতি নাতনি পুতা পুতনি অনেক গুণীজ্ঞাতি রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা বৃহস্পতিবার সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের নামাজের জানাজা শেষে মণিরামপুর উপজেলার ভোজগাতী নিজ গ্রামে তাকে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মরহুমের নামাজের জানাজা পড়ান, সতীঘাটা কেন্দ্রীয় মসজিদের ইমাম মোহতামিম অজিহুর রহমান, মহরুমের নামাজের জানাজা উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জনাব শহীদ ইকবাল, রামনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল প্রতিষ্ঠাতা জনাব মোঃ আবু সাঈদ পাটয়ারী, বর্তমান স্কুল সভাপতি মোঃ আলতাফ হোসেন বিশ্বাস, রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল আজিজ, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, রবিকর মন্ডল, রাম স্যার সাবেক শিক্ষক তোরাব আলী অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্কুলের ছাত্র ছাত্রী স্থানীয় মুসল্লীগণের মহরুমের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here