চৌগাছায় সাহিত্য আলোচনা ও কবিতা পাঠের আসর

0
218

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় সাহিত্য সমাহারের আয়োজনে সাহিত্য আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার বেড়গোবিন্দপুর বাওড় পাড়ে সবুজের সমাহার আর পানির ঢেউ এর শব্দ বেষ্টিত এক মনোরম পরিবেশে এই আসর অনুষ্ঠিত হয়। চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক শামীম হোসেনের সভাপতিত্বে সাহিত্য আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজিন খান।
চৌগাছা রিপোর্টার্স ক্লবের সাধারন সম্পাদক এম হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চৌগাছা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ এম আহমদ আলী সাহিত্য রত্ন পরিষদের সভাপতি জাহিদুর রহমান বকুল, বিশিষ্ঠ কবি চঞ্চল সাহেরিয়ার, কবি শেখ মাফিজুল ইসলাম, ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মমিনুর রহমান, কপোতাক্ষ গেজেট পত্রিকার সম্পাদক এম মুজাহিদ আলী, কবি আবুল কালাম আজাদ প্রমুখ।
যশোর সদর, চৌগাছা, ঝিকরগাছা, ঝিনাইদাহ জেলার মহেশপুর, কোটচাঁদপুর উপজেলার অর্ধশত কবি, সাহিত্যিক সাহিত্য আলেচনা ও কবিতা পাঠের আসরে অংশ গ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here