মণিরামপুরের মদনপুরে কাতার বিশ্বকাপে সেনেগাল এর সমার্থকদের বর্ণাঢ‍্য রালী

0
195

আনিছুর রহমান:- যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামের ফুটবল খেলোয়াড় ও ফুটবল প্রেমিক শতাধিক যুবক এবারের (২০২২) বিশ্বকাপে সেনেগাল খেলোয়াড়দের মনে প্রানে ভালোবেসে সমার্থন করেছেন। খেলায় দক্ষতা, কলাকৌশল দেখেই তারা দলটিকে ভক্তি ও সমার্থন করেছেন। শুধু এই নয়, শতভাগ মুসলিম ধর্মভীরু দেশটি যেমন এবারের বিশ্বকাপে স্থান করে নিয়েছে তেমনি আমাদের মনও যেন কেড়ে নিয়েছে। সব বিচার বিবেচনায় আমরা সেনেগালের সমার্থন করেছি বলে দাবী তাদের। এদিকে সেনেগালের সমার্থনকারীরা দলটি উৎসাহ দিতে দলের জার্সি পরিহিত ও পতাকা নিয়ে শুক্রবার বিকেলে মদনপুর বাজারে একটি বর্ণাঢ‍্য র‍্যালী ও আনন্দ উল্লাস করেছে। এদিকে কেন সেলেগালের সমার্থন করলেন, এমন প্রশ্নের জবাবে সমার্থনকারী ও ফুটবল প্রেমিক মদনপুর বাজারের জোনাকির আলো সমবায় সমিতির নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম তোতা বলেন, আমি সহ সমার্থকরা বিগত ২০১৪, ২০১৮ বিশ্বকাপ খেলা দেখেছি। সেলেগাল দলের খেলার ধরণ কলাকৌশল দেখে আমরা সন্তষ্টি হয়ে (২০২২) এর্বরের বিশ্বকাপে দলটিকে সমার্থন করেছি। এ ছাড়া সেনেগাল এর প্লেয়াররা অধিক পরিশ্রমী, প্রতিটি প্লেয়ারের নিজস্ব একটি করে ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা রয়েছে,। আশ্চার্য‍্য জনক হলেও সত‍্য যে সেনেগাল দলের প্লেয়াররা কাতার বিশ্বকাপে আশার সময় সকল প্লেয়ার পাঞ্জাবী পাজামা পরিহিত হয়ে ইসলামী বেশে এসেছে। তাই সব দিক দিয়ে বিবেচনায় আমরা মদনপুরের ফুটবল প্রেমিক খেলোয়াড়সহ স্থানীয় শতাধিক যুবক সেনেগালকে সমার্থন করেছি। আমরা দলটি উৎসাহী করতে ও বিশ্বকাপ বিজয়ের লক্ষে সেনেগালের পতাকা নিয়ে জার্সি পরিহিত হয়ে বাজারের বিভিন্ সড়কে আনন্দ র‍্যালী দিয়েছে সমার্থকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here