৬ মাসের সাজা থেকে বাঁচতে আত্মগোপনে ১৫ মাস

0
206

এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ ছয় মাসের সাজার ভয়ে পরিবার পরিজন ছেড়ে দীর্ঘ ১৫ মাস পালিয়ে থেকেও শেষ রা হলো না। অবশেষে ধরা পড়লেন সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইলাম(৩৭)। বৃহস্পতিবার রাতে যশোরের মণিরামপুর উপজেলার উত্তর লাউড়ী থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ। শুক্রবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শফিকুল ইলাম মণিরামপুর উপজেলার লাউড়ী গ্রামের জাহান আলী গাজীর ছেলে। তিনি অর্থঋণ মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার শফিকুল ইলাম কে ২০২১ সালে অর্থঋণ মামলায় ছয় মাসের সাজা দেন আদালত। তারপর থেকে সেই সাজার ভয়ে ১৫ মাস ধরে পালিয়ে ছিলেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান ,শফিকুল ইলাম বৃহস্পতিবার রাতে গোপনে বাড়িতে আসেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই মুঠোফোন নম্বরের সূত্র ও পুলিশের সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে লাউড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার কার হয়। গ্রেপ্তার করেন থানার উপপরিদর্শক লিটন ও সহকারী উপপরিদর্শক অশোক রাজ, কাজল চ্যাটার্জী, উত্তম ঘোষ। এরপর শুক্রবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here