মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে নারী ও শিশুসহ আটক ৮

0
271

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৮জন আটক। রবিবার ভোর রাতে মাটিলা সীমান্ত থেকে ৫৮ বিজিবি তাদেরকে আটক করে।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার ভাংগা থানার বাক্ষনপাড়া গ্রামের মানিক হওলাদার(৩২), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাড়ইখালী গ্রামের বেল্লাল আকন(২২), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার ঘোসকান্দি গ্রামের বেল্লাল শেখ(৩০), যশোর জেলার বাঘারপাড়া থানার মোহাম্মদপুর গ্রামের জাহাঙ্গীর মোল্লা(৩৪), একই জেলার মনিরাপুর সদর থানার চায়না খাতুন(২৩) ও তার শিশু কন্যা জুই(৪), সাতক্ষীরা জেলার সদর থানার ছয়গুরিয়া গ্রামের আরিনা খাতুন(১৬) ও মাদারিপুর জেলার শিবচর থানার বেহেরাতলা গ্রামের শওকত আলী(২৮)। বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে।
৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, এ ব্যাপারে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here