যশোরের ক্যান্সারে আক্রান্ত শিশু কন্যাকে বাঁচাতে পিতার আকুতি

0
189

যশোর প্রতিনিধি : যশোর শহরের বেজপাড়ার১০৩ এলাকার নিখিল চন্দ্র পালের চার বছরের শিশু কন্যা প্রান্তিকা পাল ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত।দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করার পরও কোন উন্নতি না হওয়ায় বর্তমান ভারতের সারজ গুপ্তা ক্যান্সার সেন্টার এন্ড রির্সাস ইনিসটিটিউট” চিকিৎসাধীন আছে।
প্রান্তিকা পালের ক্যান্সার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। তার বাবা যশোর শহরের বড় বাজারে একটি দোকানের সেলসম্যান হিসেবে চাকুরী করেনপ্রান্তিকা পালের চিকিৎসার অর্থ সংগ্রহ করার ষতার পরিবারের কাছে অসাধ্য ব্যাপার। তার বাবা নিখিল চন্দ্র পাল তার মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান লোকদের কাছে সাহায্যের আবেদন করছেন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ অগ্রাণী ব্যাংক বড়বাজার শাখা যশোর,একাউন্ট নংঃ-০০০০০৩৪০০৬৫৮৪, বিকাশ নং ০১৭৪৫-০৪০৮৩০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here