প্রধাণমন্ত্রীর যশোর আগমন উপলক্ষ্যে আকুল হোসাইনের নেতৃত্বে আনন্দ ও প্রচার মিছিল।

0
286

রবিউল ইসলাম শার্শা সীমান্ত প্রতিনিধি :: মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এমপির ( আগামী ২৪ নভেম্বর )যশোরে শুভ আগমন উপলক্ষ্যে বেনাপোলে আনন্দ ও প্রচার মিছিল অনুষ্ঠিত।
জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকুল হোসাইনের নেতৃত্বে বেনাপোলে এই আনন্দ ও প্রচার মিছিল শেষ হয়েছে।
সোমবার ( ২১ নভেম্বর ) বিকালে শত শত যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের উপস্থিতিতে আনন্দ র‌্যালী বেনাপোল বাজার প্রদিক্ষন করে।র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত পথসভায় আকুল হোসাইন বাংলাদেশ আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদেওয়ার আহবান জানান।
এ সময় যশোরে প্রধাণমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ও ২৪ নভেম্বর জনসভার সফলতা কামনা করে আনন্দ র‌্যালী ও মোটর শোভাযাত্রাকে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে অংশ নেওয়া নেতা কর্মীরা।
উল্লেখ্য আগামী বৃহষ্পতিবার যশোর জেলা আওয়ামীলীগ আয়োজিত যশোর স্টেডিয়ামের বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here