শরণখোলায় ব্রাজিল সমর্থকদের পাল্টা জবাবে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল র‍্যালি 

0
212

সাব্বির হোসেন শরণখোলা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় বাগেরহাটের শরণখোলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল র‍্যালি ও শোভাযাত্রা।
সোমবার (২০ নভেম্বর ২০২২) বিকাল ৩টায় উপজেলার সদর রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে এসে সবাই মিলিত হয়।এ সময় ভক্তরা তাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে সেজেছে নানান রঙ এ। পুরো উপজেলা যেন এক টুকরো আর্জেন্টিনা পতাকা। সবাই পড়েছে তাদের প্রিয় দলের জার্সি, হাতে পতাকা। মেসি ভক্তরা জানান দিচ্ছে তাদের দলের প্রতি ভালোবাসা। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৩নং রায়েন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, শ্রমিক নেতা তাইজুল ইসলাম মিরাজসহ উপজেলার চার ইউনিয়নের হাজার হাজার আর্জেন্টিনা সমর্থকরা।
সম্প্রতি গত ২০ নভেম্বর ২০২২ শুরু হয়েছে কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২। আর সেই কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ কে কেন্দ্র করেই শরণখোলাসহ সারাদেশে আর্জেন্টিনা ব্রাজিল ভক্তদের মধ্যে চলছে টানটান উত্তেজনা। ভক্তরা তাদের দলকে প্রচারের জন্য করে যাচ্ছেন আপ্রাণ চেষ্টা। কেউবা বানাচ্ছেন তাদের প্রিয় দলের পতাকা আবার কেউ কেউ করছেন ব্যানার ফেষ্টুন ইত্যাদি আরও কত কি? কেউবা করছেন অন্য দলের অনুসারীদের সাথে তর্ক। তবে এই দল নিয়ে নাই কোনো রাজনৈতিক প্রতিহিংসা। ক্ষমতাসীন দল ও বিরোধী দল সবাই এখন এক ব্যানারে। কেউবা আর্জেন্টিনা কেউবা ব্রাজিল এই দুই দল ছাড়া ভক্তরা কিছুই বুজছেন না। কে বিরোধী দল কিংবা কে ক্ষমতাসীন দল তা নিয়ে নাই কারো মাথা ব্যাথা। সবাই এখন ভাই ভাই। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ভক্তরা তাদের প্রিয় দলের প্রচারের জন্য উপজেলা জুড়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন,পতাকা লাগিয়েছে।চায়ের দোকানগুলোতে দেখা গেছে ভক্তরা তাদের দল নিয়ে করে যাচ্ছেন আলোচনা সমালোচনা। চায়ের দোকানগুলো মেতে উঠেছে জমজমাট আড্ডায়।ভক্তরা তাদের প্রিয় দলের খেলা দেখার জন্য ভীড় করেছেন চায়ের দোকানগুলোতে।বেচা বিক্রি বাড়ছে এসব দোকানগুলোর।উল্লেখ্য গত (১৮ নভেম্বর ২০২২) শরণখোলায় পালিত হয়ে গেছে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here