বেনাপোলে গৃহবধুকে বেধে ডাকাতি! নগত টাকা ও স্বর্ণালাংকার লুট।

0
196

শার্শা সীমান্ত প্রতিনিধি :: যশোরের ৪নং বেনাপোল ইউনিয়ন পরিষদের আওতাধীন গয়ড়া গ্রামের উত্তর পাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন আশানুরের বাড়িতে দুর্ধষ ডাকাতি হয়েছে।
বুধবার ( ২৩ নভেম্বর )গভীর রাতে পাচিলের গেট ও ঘরের তালা ভেঙ্গে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে গৃুহবধুকে জিম্মি করে জমি বিক্রয়ের নগদ ১৬ লাখ টাকাসহ স্বর্ণালংকর নিয়ে গেছে বলে জানা যায়।
ভূক্তভোগী গৃহবধু হালিমা ( ৩৮ ) জানান,রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ রুমের ভিতর একদল ডাকাত সদস্যকে দেখতে পাই।তারা তাকে মুহুর্তের মধ্যে হাত,পাঁ ও চোখ বেধে ফেলে। তারপর ঘরের আলমারি ভেঙ্গে স্বর্ণালংকর ও বালিশের মধ্যে লুকিয়ে রাখা নগদ ১৬লাখ টাকা লুট করে নিয়ে চলে যায়।
তাৎক্ষনিক পরিবারের সদস্যরা জরুরী সহায়তা নাম্বার ৯৯৯এ কল করে ডাকাতির বিষয় অবগত করে। সকালে বেনাপোল পোর্টথানা পুলিশের সদস্যরা ভূক্তভোগীর বসত বাড়ী পরিদর্শন করে।
বেনাপোল পোর্টথানার এস আই অমিত হাসান উপস্থিত সাংবাদিকদের জানান, ৯৯৯এ কল মোতাবেক সংবাদ পেয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রাথমিক ভাবে ডাকাতির সত্যতা মিলেছে। অভিযোগ পরবর্তী পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।গভীর রাতে ডাকাতির ঘটনায় এলাকাবাসী ভীতসন্ত্রস্ত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here