মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতা মুক্তিযোদ্ধা ভিত্তিক নাটক ‘একাত্তুরের সোহবার’ বুধবার রাতে উপজেলা কেন্দীয় শহিদ মিনারের মঞ্চে মঞ্চস্থ হয়েছে। কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে একাত্তুরের সোহবার নাটকটি মঞ্চস্থ হয়।
কবি ও নাট্যকার সালাহ্উদদীন আহমেদ মিলটনের রচনা এবং নির্দেশনায় একাত্তুরের সোহবার নটকে সালাহ্্দদীন আহমেদ, ফেরদৌসী আক্তার জলি, মুরাদ হোসেন, আনিচুর রহমান, মোঃ শহিদুজ্জামান ও রুবেল মিয়া অভিনয় করেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নাটক শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি। বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার আব্দুস সোবাহান।















