আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে যশোরে মানববন্ধন

0
422

কাগজ সংবাদ : “বাতাস ছুটুক, তুফান উঠুক! দমব না, থামব না ” এ স্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে যশোরে জয়তী সোসাইটি ও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এদিন জয়তী সোসাইটির স্বাধীন মহিলা উন্নয়ন সংগঠন, শুভেচ্ছা, নতুনজীবন, নাজির শংকরপুর-২, বনানী, আলোক, সৃষ্টি, বিপ্লবী, প্রদীপ, নবদিগন্ত, বন্ধন, সেবা, সেতু, অগ্রগামী ও নিশান মহিলা উন্নয়ন সংগঠনের উদ্যোগে বেজপাড়া তালতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বাধীন মহিলা উন্নয়ন সংগঠনের সম্পাদক শাহিনা রহমান। প্রধান অতিথি ছিলেন অর্নিবান কাব যশোরের সভাপতি প্রকৌশলী শহিদুল হক বাদল। বিশেষ অতিথি ছিলেন জয়তী সোসাইটির উপদেষ্টা চন্দন বিশ^াস, রিসার্স এন্ড ডেভেলপমেন্ট কর্মকর্তা সুদীপ্ত প্লাবন, সমাজসেবক আল সুফিয়ান আনন, অনির্বান কাবের আজীবন সদস্য ডাক্তার আবুল হোসেন, যশোর কচিকাঁচা পরিষদের সাংগঠনিক সংগঠক রফিকুল ইসলাম, বেজপাড়া কমিউনিটি পুলিশিং কমিটির সম্পাদক আলমগীর হোসেন, যশোর নারীমুক্তি পরিষদের আহবায়ক ছকিনা বেগম, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ^াস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার সিরিয়া সুলতানা রিনা। অনুষ্ঠান পরিচালনা করেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার শারমিন নাহার।
অন্যদিকে জয়তী সোসাইটি পরিচালিত আনন্দ, উদয়, সুখি, অধিকার, আমানত, শুভ, জ্যোতি, প্রত্যাশা, মোহনা, সৌরভ, কাজীপাড়া, চেতনা, বাঁধন ও উজ্জ্বল মহিলা উন্নয়ন সংগঠনের আয়োজনে ঢাকা রোড, বাবলাতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার প্যানেল মেয়র-(১) মোকছিমুল বারী অপু। বিশেষ অতিথি ছিলেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, যশোর জেলা আওয়ামীলীগের ত্রান ও পুনর্বাসন সম্পাদক সুখেন মজুমদার, এনজিও সমন্বয়ক শাজাহান নান্নু, শহর যুব মহিলা লীগের আহবায়ক মাজেদা বেগম, সমাজসেবক খোদেজা বেগম, কাজীপাড়া সিডিসি কমিটির সম্পাদক মাহমুদুল হাসান তোতা প্রমুখ। উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ^াস সহ বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দ। অন্ষ্ঠুান পরিচালনা করেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।
অনুরূপ কর্মসূচি পালন করেন জয়তী সোসাইটি পরিচালিত ¯েœহময়ী, সুগন্ধা ও জাগ্রত মহিলা উন্নয়ন সংগঠন। বারান্দিপাড়ায় অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজীব। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, জাকির হোসেন, এইচ. এম. কামরুজ্জামান, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ইলোরা জাহান দীপ্তি ও মিনা খাতুন। উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, এমআইএস কর্মকর্তা উদয় শংকর দত্ত প্রমুখ।
এদিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আইইডি যশোরের উদ্যোগে শনিবার দড়াটানা ভৈরব চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইইডির ব্যবস্থাপক বীথিকা সরকার। আলোচনা করেন রাইটস্ যশোরের আশ্বাস প্রকল্পের সমন্বয়কারী বাদশা মিয়া, মহিলা পরিষদ যশোরের লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট কামরুন্নাহার কনা, সেফ দ্যা চিলড্রেনের ডিআইপি ম্যানেজার রোকসানা খাতুন, ওয়াইডাব্লিউসিএ সাধারণ সম্পাদক শিখা বিশ্বাস, বঞ্চিতা যশোরের সভাপতি নুরুন্নাহার রানু,। আরও উপস্থিত ছিলেন ঢাকা আহসানিয়া মিশনের আশ্বাস প্রকল্পের সমন্বয়কারী রফিকুল ইসলাম, মনিটরিং এন্ড ডকুমেন্টশন অফিসার নবনীতা সাহা তপু সহ লাইট হাউজ, শক্তি উন্নয়ন সহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন এডাব যশোরের সহ সভাপতি শাজাহান নান্নু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here