চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ চৌগাছার কৃতিসন্তান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নজরুল ইসলাম (৪৭) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। শনিবার দিবাগত রাতে যশোর পুলিশ লাইনের নিজ বাসাতে ব্রেন স্টোক করে তিনি মারা যান। নজরুল ইসলাম চৌগাছার লস্কারপুর গ্রামের রেজাউল ইসলামের ৩য় ছেলে। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। রবিবার জোহর বাদ নিহতের নিজ গ্রাম লস্কারপুরে ৩য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাজার নামাজ পরিচালনা করেন মাওঃ আজহারুল ইসলাম।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ প্রফেসার ড. মোঃ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসার মোঃ আব্দুল মজিদ, রেজিষ্টার প্রকৌশলী মোঃ আহসান হাবিব, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আমিনুল হক, জিনোম সেন্টারের পরিচালক প্রফেসার ড. ইকবাল কবির জাহিদ, ডেপুটি ডিরেক্টর আব্দুর রউফ, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, চৌগাছা-ঝিকরগাছা আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, মাস্টার কামাল আহমেদ, চৌগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নানা পেশার শতশত মানুষ নামাজে জানাজায় উপস্থিত ছিলেন।
এর আগে মরহুমের বাসা যশোর পুলিশ লাইন মসজিদের সামনে ১ম ও প্রিয় কর্মস্থল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের বড় ভাই সদর আলী বলেন, আমরা চার ভাইয়ের মধ্যে নজরুল ইসলাম সেজে। চাকরী করার সুবাদে সে যশোর পুলিশ লাইনে জমি ক্রয় করে বাসা তেরী করেছেন। সেখানে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। প্রতি শুক্রবার সকাল হলেই সে ছুটে আসতো বাড়িতে। বাবা মাসহ আমাদের সকলের খোজখবর নিত। নজরুরের অকাল মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছিনা।
নজরুল ইসলামের বাল্যবন্ধু ঝিকরগাছা এলজিইডি অফিসে কর্মরত টিপু সুলতান, প্রেসকাব চৌগাছার সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, শিক্ষক নাসির উদ্দিন বলেন, নজরুল ইসলাম আমাদের খুব কাছের বন্ধু ছিলো। বড় পদে চাকরী করতো ঠিকই, কিন্তু তার ভিতরে কোন অহংকার ছিলো না। সময় পেলেই ছুটে আসতো চৌগাছায় মেতে উঠতো আডডায়। রবিবার রাত সাড়ে ১২ টার দিকে স্যোসাল মিডিয়াতে তার মৃত্যুর খবর পড়ে আমরা হতবিহবল হয়ে পড়ি। আল্লাহ পাক যেন তার জান্নাত দান করেন।
এদিকে চৌগাছার কৃতি সন্তান নজরুল ইসলামের অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বন্ধুমহল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন।
Home
যশোর স্পেশাল চৌগাছার কৃতি সন্তান যবিপ্রবি’র উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নজরুলের মৃত্যু বিভিন্ন মহলের শোক















