পাইকগাছার চরভরাটি রামনাথপুর মৌজায় ভুমি জরিপ সম্পন্ন হয়েছে। 

0
240

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার রামনাথপুর মৌজায় ভুমি জরিপ সম্পন্ন হয়েছে। সহকারী কমিশনার ভুমি, পাইকগাছা বরাবর উপজেলার দরগামহল গ্রামের মৃত খন্দকার জামাল হোসেনের পুত্র খন্দকার কামরুল ইসলাম ও খন্দকার ইমরুল ইসলামের দায়ের করা অভিযোগের ভিত্তিতে উপজেলার রামনাথপুর মৌজায় বি আর এস ২৮ খতিয়ানের ২৮৪,২৮৭,৫৩৯,৫৪০ ও ৫৪২ নং দাগের জমি জরিপের জন্য আবেদন।  
আবেদনটি আমলে নিয়ে সহকারী কমিশনার ভুমি জরিপ সম্পন্ন করার জন্য কানুনগো ও সার্ভেয়ার বরাবর হস্তান্তর করেন। সার্ভেয়ার জমি জরিপের জন্য কামরুল ইসলাম গং ও বিবাদী তপন বিশ্বাসকে নোটিশ দ্বারা গত ইং ২২ নভেম্বর দিন ধার্য করেন। ঐ দিন জরি না হওয়ায় পরবর্তী ২৪ নভেম্বর বুধবার দিন ধার্য করে উভয় পক্ষের দু জন করে ৪ জন আমিন দ্বারা জরিপ কাজ সম্পন্ন করেন। জরিপে বিবাদী তপন বিশ্বাস এর বসত বাড়ী অন্য দাগ অর্থাৎ ৫৪১ গে পড়ে। এ ব্যাপারে চরভরাটি জায়গার ৫৬ পরিবারের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, আমরা ৫৬ পরিবার সরকারের নিকট থেকে ভূমিহীন কৃষক হিসাবে ৫৬ টি বন্দোবস্ত জমি নিয়ে ধান ও মাছ চাষ করে শান্তিপূর্ণ ভাবে সকলে মিলিয়া মিশিয়া বসবাস করছি। কিন্তু অভিযোগের বাদীদের জমি কপোতাক্ষ নদীর ভাঙ্গনে ভেসে গেছে। কিছু জমি চরভরাটি এলাকায় জেগে উঠলে জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়েছে। তপন বিশ্বাস বলেন, অনেকের রেকর্ডীয় জমি চরভরাটি এলাকায় জেগে উঠলেও কেউ আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে না। সকলে তাদের জেগে ওঠা জমি ভোগ দখল করে। কিন্তু আজকের বাদীপক্ষ তাদের জমি আমার মধ্যে না থাকলেও বারবার আমার নামে অভিযোগ দায়ের করে হয়রানী করছে। বুধবার উভয় পক্ষের আমিন দ্বারা মাপজোপ করে আমার মধ্যে তাদের জমি আসে। নাই বাদীপক্ষের জমি ৫৪০ দাগে, আর বসবাস করি ৫৪১ দাগে। যা উভয় পক্ষের আমিন দ্বারা মাপজোপ করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here