বাঘারপাড়ায় সার-বীজ পাচ্ছেন ৭ হাজার ৪৫ জন কৃষক 

0
191

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ মৌসুমে বোরো হাইব্রীড ও বোরো উফশী ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার অফিসার্স ক্লাবে এ কর্মসূচির উদ্বোধন করেন রনজিৎ কুমার রায় এমপি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ জাকির হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস ও কৃষি কর্মকতার্ রুহল আমীন প্রমুখ। এ সময় প্রধান অতিথি রনজিৎ কুমার রায় বলেন, ‘কৃষকরা যথাযথ চাষাবাদ করলে একদিকে বোরো ধানের ফলন বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষকরা খাদ্য চাহিদা মেটানোসহ অর্থনৈতিকভাবে লাভবান হবেন ।’ সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায় , ৪ হাজার ৭শ ৭০ জন কৃষক ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি করে বোরো ধানের বীজ ও ২ হাজার ২শ ৭৫ জন কৃষক ২ কেজি করে হাইব্রীড ধানের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here