মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : রুবায়েত আল মারুফ অরণ্য মাগুরার মহম্মদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন প্লাস পেয়েছে। সে দৈািনক ভোরের কাগজ, দৈনিক যশোর পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক মহম্মদপুর বার্তার নির্বাহী সম্পাদক মুরাদ হোসেন এবং সালমা হোসেনের একমাত্র ছেলে।
রুবায়েত আল মারুফ অরণ্য তার এই ফলাফলের জন্য শিক্ষকমন্ডলী ও বাবা-মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে ভবিষ্যতে দেশ ও দেশের অসহায় মানুষের সেবক হিসেবে নিজেকে গড়ে তুলতে সকলের কাছে দোয়া প্রত্যাশা করেছে।
সাংবাদিক মুরাদ হোসেন ও মা সালমা হোসেন ছেলের এই সাফলতার ধারাবাহিকতা রক্ষায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়েছেন, ছেলের এই সাফলতার পিছনে সবচেয়ে বেশী ভূমিকা শিক্ষক মন্ডলীর। সেই শিক্ষক মন্ডলীসহ সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসায় সে যেন একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠে দেশে এবং দেশের মানুষের সেবা করতে পারে বিনয়ের সাথে এই কামনা করেন।















