মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুরে প্রধান শিক্ষকের নির্মম বেত্রাঘাতে পঞ্চম শ্রেণীর ছাত্র আপন(১১) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, বজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র আপনকে একটি তুচ্ছ ঘটনায় বেত দিয়ে বেদম মারপিট করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করেন। মহেশপুর হাসপাতালের আরএমও রাজু আহম্মেদ হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় ছাত্রের পিতা আজিজুর রহমান মহেশপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
আপনের পিতা জানায়, প্রধান শিক্ষক অন্যায়ভাবে তার ছেলেকে বেত দিয়ে বেদম মারপিট করেছেন। তিনি প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। স্থানীয় অভিভাবকরা জানিয়েছে প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে এ ধরণের অনেক অভিযোগ আছে। অভিযুক্ত প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন জানান, কাস চলাকালে ডিস্টার্ব করায় তাকে বেত দিয়ে ২টি আঘাত করা হয়েছে, তবে এ বিষয়ে তিনি ভূল স্বীকার করেছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সেলিম মিয়া জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।















