সমবেদনা জানাতে ছাত্রলীগ নেতার বাড়িতে এস এম ইয়াকুব আলী

0
185

যশোর : মণিরামপুরে প্রবীণ আওয়ামীলীগ নেতা জিএম মজিদের সহধর্মিনী ও সম্মিলিত বেসরকারি বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদির মা রেবেকা সুলতানার মৃত্যুতে নিজ বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী।
মঙ্গলবার দুপুরের দিকে মণিরামপুর পৌরসভাস্থ বাসভবনে যান তিনি। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্ট হয়। এস এম ইয়াকুব আলী তাদের পাশে থেকে সান্ত¡না দেন এবং মরহুমা রেবেকা সুলতানার স্মৃতিচারণ করেন। এসময় এস এম ইয়াকুব আলী বলেন, সবাইকে একদিন চলে যেতে হবে। আমি তার জন্য দোয়া করি। মানুষ চিরদিন বেঁচে থাকে না। আমাদের উচিত সবাই সবার জন্য দোয়া করা।
উল্লেখ্য, রেবেকা সুলতানা গত রোববার হার্ট ব্লক হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন মণিরামপুরে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here